Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাশ্মিরে জঙ্গি হামলায় নিহত ৪০ সেনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫৮ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫৪ PM

bdmorning Image Preview


ভারতের পুলয়ামায় শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের ওপর সিআরপিএফের জওয়ানদের বহনকারী দুটি গাড়ি লক্ষ্য করে বিদ্রোহীরা হামলা চালিয়েছে। এ হামলায় ৪০ জওয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন জওয়ান। তাঁরা সবাই ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) সদস্য।

আজ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পুলয়ামায় শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের ওপর সিআরপিএফের জওয়ানদের বহনকারী দুটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় বিদ্রোহীরা। হামলার দায় স্বীকার করেছে জঈশ-ই-মহম্মদ। এই হামলার পরই পুরো রাজ্যে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বৃহস্পতিবারের এই হামলার ঘটনায় কাশ্মীর ভিত্তিক জঙ্গি সংগঠন জঈশ-ই-মহম্মদের আদিল মোহাম্মদ নামের এক হামলাকারীকে শনাক্ত করেছে পুলিশ। গত বছর তিনি জঈশ-ই-মহম্মদে যোগ দেন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, বেলা সাড়ে তিনটা নাগাদ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপোরার লেথপোরা এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

জঙ্গি সংগঠন জঈশ-ই-মহম্মদের আদিল মোহাম্মদ নামের সন্দেহভাজন এক হামলাকারী বিস্ফোরকবোঝাই একটি গাড়ি চালিয়ে সিআরপিএফের একটি বাসে সজোরে ধাক্কা মারে। বিস্ফোরণের পর গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। এতে ৪০ জওয়ান নিহত হন। আহত ব্যক্তিদের শ্রীনগরে সেনাবাহিনীর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই বাসটিতে বাহিনীর ৫৪ জন সদস্য ছিলেন।

ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি বলছে, ২০১৬ সালের সেপ্টেম্বরে উরি হামলার পর থেকে এটাই সবচেয়ে বড় হামলা। সেবার আগ্নেয়াস্ত্র নিয়ে সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেবারের ওই হামলায় ১৭ সেনা নিহত হন।

কাশ্মিরে জঙ্গি হামলায় ৪০ সেনা নিহত হওয়ার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক টুইট বার্তায় বলেন, ‘পুলয়ামায় এই হামলা ঘৃণ্য ও কাপুরুষোচিত। আমাদের বীর সেনাদের জীবন বলিদান আমরা বৃথা যেতে দেব না। আমাদের গোটা জাতির শহীদ সেনা সদস্যদের পরিবারের পাশে দাঁড়ানো উচিত।’

Bootstrap Image Preview