সম্প্রতি সংসদে রাহুল গান্ধীর জড়িয়ে ধরা এবং চোখ মারার প্রসঙ্গ তুলে সমালোচনা করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাহুল গান্ধীর তাকে জড়িয়ে ধরার প্রসঙ্গ তুলে মোদি বলেন, ‘আমি এখানে প্রথমবার এসেছিলাম, অনেক কিছু শিখেছি। প্রথমবার আমি উপলব্ধি করেছি, “গলে লাগানা এবং গলে পড়নার” মধ্যে পার্থক্য।’
সেই সময় বসে থাকতে দেখা গেছে নরেন্দ্র মোদিকে। এরপর নিজের আসনে ফিরে পাশে বসে থাকা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে চোখ মারেন রাহুল গান্ধী। চোখ মারার বিষয়টি নিয়ে বিজেপি দাবি করে, এর দ্বারাই প্রমাণ হয়, রাহুল গান্ধী যা করেছেন, তাতে কোনো হৃদয়ের সংস্পর্শ ছিল না, পুরোটাই রাজনৈতিক চমক।
প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আমি এই ভবনে প্রথমবার দেখেছি, আঁখো কি গুস্তাখিঁয়া (চোখের ইশারা)।’
মঙ্গলবার ছিল ভ্যালেন্টাইন সপ্তাহের হাগ ডে, সেদিন একটি ম্যাসেজসহ জড়িয়ে ধরার ছবি পোস্ট করে কংগ্রেস। ইন্সটাগ্রামে কংগ্রেসের থেকে ম্যাসেজ পোস্ট করা হয়, ‘বিজেপির কাছে আজ আমাদের স্পষ্ট পরিষ্কার কথা, জড়িয়ে ধরো, ঘৃণা করো না।’
ভূমিকম্প হবে বলে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। সেই প্রসঙ্গ তুলে ধরে মোদি বলেন, ‘আমরা ভূমিকম্পের কথা শুনেছিলাম, কিন্তু পাঁচ বছরে কোনো ভূমিকম্প হয়নি।’