Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বড়াইগ্রামে ৩৬ ঘন্টার ব্যবধানে ২টি খুন!

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৭ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৭ PM

bdmorning Image Preview


নাটোরের বড়াইগ্রামে মাত্র ৩৬ ঘন্টার ব্যবধানে দুইটি খুন সংঘটিত হয়েছে। এতে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

সর্বশেষ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার নগর ইউনিয়নের জালোড়া গ্রামের একটি বাঁশবাগান থেকে সঞ্জিত বিশ্বাস (৪৫) নামে একজনের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার একই সময় জোয়াড়ি ইউনিয়নের কুমরুল গ্রামের একটি আম বাগান থেকে শ্বাসরোধে হত্যা করা গৃহবধু রুমা খাতুন (৪০) এর লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, নিহত সঞ্জিত জালোড়া গ্রামের সত্যেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে এবং রুমা খাতুন কুমরুল গ্রামের আব্দুল আলীমের স্ত্রী। 

নগর ইউনিয়ন আ'লীগের সভাপতি ইয়াসিন আলী সরকার জানান, বুধবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে সঞ্জিত বিশ্বাস নিখোঁজ হয়। অনেক খোজাখুঁজির পর ভোরে তার লাশ বাড়ির অদূরে শশ্মান ঘাটের পাশে বাঁশ বাগানে পাওয়া পায়। ধারণা করা হচ্ছে, তাকে প্রথমে শ্বাসরোধে ও পরে গলা কেটে মৃত্যু নিশ্চিত করেছে দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, তিনি বেশ ভালো লোক এবং পরোপকারী ছিলেন। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার সরকার জানান, সঞ্জিতের সাথে স্থানীয় পর্যায়ের বিভিন্ন মানুষের সুদের ভিত্তিতে আর্থিক লেনদেন ছিল। ধারণা করা হচ্ছে, আর্থিক বিষয়ে বিরোধের কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। সঞ্জিতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্বৃত্তদের চিহ্নিত করতে সন্দেহভাজন ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

অপরদিকে গৃহবধূ রুমা খাতুন খুনের ঘটনায় পুলিশ দ্বিতীয় পক্ষের সতীন শাহিদা খাতুন ও স্বামী আব্দুল আলীমকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকালে নাটোর জেলহাজতে প্রেরণ করেছে।

এ পৃথক দুই ঘটনায় থানায় দুইটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে।
 

Bootstrap Image Preview