Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যাদের হাতে রক্তের দাগ, তারাই দেশের ক্ষমতায়: মমতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫৩ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫৩ PM

bdmorning Image Preview


গুজরাটের ঘটনা আমাদের মনে আছে। আমার তো লজ্জা লাগে যে, যাদের হাতে রক্ত লেগে আছে, তারাই দেশের ক্ষমতায় আছে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বুধবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের রাজধানী দিল্লির যন্তরমন্তরে আয়োজিত বিজেপি বিরোধী এক সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।

বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনায় সোচ্চার হয়ে মমতা বলেন, গণতন্ত্র আজ যেন ‘নমোতন্ত্র’-এ পরিণত হয়ে গেছে! ওঁরা ইতিহাসকে পরিবর্তন করে দিতে চাচ্ছে। সব নাম পরিবর্তন করে দিচ্ছে। এতো ‘জরুরি অবস্থা’র থেকেও খারাপ।

তিনি বলেন, আগামীদিনে গুজরাটে মোদিকে তাড়িয়ে দেবে। মহাত্মা গান্ধী গুজরাট থেকেই রাজনীতিতে এসেছিলেন, তিনি প্রকৃত নেতা। মোদি লিডার তো নয়ই ল্যাডারও নয়। শুধুই বলে ৫৬ ইঞ্চি ছাতি। আরে রাবণেরও তো ৫৬ ইঞ্চি ছাতি ছিল।

মুখ্যমন্ত্রী বলেন, আজ লোকসভার শেষ দিন ছিল। সেজন্য নরেন্দ্র মোদির সরকারের সময়সীমা শেষ হল। ওদের ‘এক্সপায়ারি ডেট ওভার’ হয়ে গেল। আর মাত্র একমাসের মধ্যে নির্বাচনের তারিখ জানা যাবে, তখন আদর্শ আচরণ বিধি কার্যকর হয়ে যাবে। মোদিবাবু যা ইচ্ছে তাই আর করতে পারবেন না।

Bootstrap Image Preview