Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রেমিকাকে খুনের মামলা থেকে রেহাই পাননি বিক্রম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৫ AM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৫ AM

bdmorning Image Preview


২০১৭ সালের ২৯ এপ্রিল ভোরে টালিগঞ্জ থানা এলাকার লেক মলের সামনে সড়ক দুর্ঘটনায় মারা যান জনপ্রিয় মডেল সোনিকা সিং চৌহান। সে সময় গাড়ি চালাচ্ছিলেন তার প্রেমিক অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। সে ঘটনায় তিনিও জখম হন।

সনিকার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন বিক্রম। কিন্তু এবার কলকাতা হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছেন। বিচারপতি শিবকান্ত প্রসাদের একক বেঞ্চ আবেদন খারিজ করে জানিয়ে দেন, নিম্ন আদালতে মামলাটি চলছে। তাই হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করবেন না। বরং এই মামলায় দ্রুত অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

গত বছরের ৩০ মে বিক্রমের নামে অনিচ্ছাকৃত খুনের মামলা করে পুলিশ। ৫ জুলাই এই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর দীর্ঘদিন পুলিশি হেফাজতে ছিলেন তিনি।

জানা গেছে, এই মামলা থেকে জামিন পেয়ে আবারও সিরিয়ালের অভিনয়ে ফিরে আসেন বিক্রম চট্টোপাধ্যায়। সিরিয়ালটির নাম ‘ফাগুন বউ’। গত বছরের ১৯ মার্চ থেকে সিরিয়ালটির প্রচার শুরু হয়। অল্প দিনেই আবার নিজের জনপ্রিয়তা ফিরে পান বিক্রম।

Bootstrap Image Preview