Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রথম কবে প্রেমের প্রস্তাব পেয়েছেন পাওলি?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৪ AM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৪ AM

bdmorning Image Preview


ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। অনেক ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। হয়তো তিনি কোন পুরুষের স্বপ্নের রাণী। তিনি অনেক প্রেমের প্রস্তাব পেয়েছেন সেটি বলার অপেক্ষা রাখে না। তবে প্রথম কবে প্রেমের প্রস্তাব পেয়েছিলেন এই অভিনেত্রী?

এ প্রসঙ্গে পাওলি বলেন, ‘আমি লোরেটোতে পড়তাম। আমার স্কুলে সরস্বতী পূজা হতো না। ছুটি থাকত ওই দিন। ফলে স্কুলের কোনও স্মৃতি নেই। কিন্তু তাতে আনন্দ কিছু কম পড়ত না। সেজেগুজে সকালবেলাতেই বেরিয়ে পড়তাম। বন্ধুদের বাড়ি যেতাম। আমার মনে আছে, ক্লাস নাইনে প্রথম চিরকুট পেয়েছিলাম। প্রেমের প্রস্তাব। ভ্যালেন্টাইনস ডে নয়, সরস্বতী পূজাতেই এসেছিল চিরকুট।’

তিনি আরো বলেন, ‘বিয়ের পরেও আলাদা করে ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেশন হয় না। আমার বর অর্জুন রোম্যান্টিক, তবে তা শুধু আমার জন্যই। তবে হ্যাঁ, এই বছরের ভ্যালেন্টাইনস ডে আমার কাছে কিছুটা স্পেশাল তো বটেই। কারণ ভালোবাসার সপ্তাহেই মুক্তি পেয়েছে ভালোবাসার ছবি ‘তৃতীয় অধ্যায়’। এমন রোম্যান্টিক থ্রিলার আমাদের এখানে খুব একটা হয় না।’

Bootstrap Image Preview