Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতে মদের দোকান বন্ধের দাবিতে রাস্তা অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০০ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মদের দোকান বন্ধের দাবিতে রাস্তায় নামলেন সাধারণ মানুষ। গত মঙ্গলবার ভারতের জয়নগরের বকুলতলা থানার পদুয়া এলাকার ঘোষালের চক গ্রামে একটি নতুন মদের দোকান খোলাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

গাছের গুঁড়ি ফেলে বেশ কিছুক্ষণ অবরোধ করে রাখা হয় দক্ষিণ বারাসত থেকে মহিষমারি যাওয়ার রাস্তা। বকুলতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেয়।

গত কয়েক দিনে মগরাহাট, মন্দিরবাজার-সহ একাধিক জায়গায় মদের দোকান খোলাকে কেন্দ্র করে বিক্ষোভ-অবরোধ হয়েছে। এবার একই ঘটনা ঘটেছে জয়নগরে।

স্থানীয়রা বলছেন, কিছু দিন ধরে ঘোষালের চক গ্রামে একটি নতুন দোকান তৈরির কাজ চলছিল। সেটি কীসের দোকান, তা জানতেন না গ্রামবাসীরা। মঙ্গলবার সকালে সবাই জানতে পারে, ওখানে মদের দোকান হবে।

সঙ্গে সঙ্গে জোট বেঁধে আন্দোলনে নামেন এলাকার মানুষজন। ঝাঁটা হাতে পথে নামেন নারীরা। শুরু হয় অবরোধ। দোকানের শাটার ফেলে তালা লাগিয়ে দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বকুলতলা থানার পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয়া হলে অবরোধ ওঠে। শাটারে লাগানো তালার চাবি পুলিশের হাতে তুলে দেয় জনতা। গ্রামবাসীদের দাবি, মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনটাকে ইচ্ছে করেই দোকান উদ্বোধনের জন্য বেছে নেয়া হয়েছে, যেন কোনো রকম বিক্ষোভ-অবরোধ না হয়।

স্থানীয় বাসিন্দা আমির আলি ঘরামি বলেন, শান্তিপূর্ণ এই এলাকায় পাশেই মন্দির। এখানে মদের দোকান হলে এলাকার শান্তি বিঘ্নিত হতে পারে। সেজন্যই আমরা পথে নেমেছি।

গৃহবধূ জয়া মণ্ডলের কথায়, হঠাৎ শুনছি এখানে নাকি মদের দোকান হবে। আমাদের বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে। এলাকায় মদের দোকান হলে তারা বিপথে চলে যেতে পারে। তাদের কথা ভেবেই প্রতিবাদ করছি।

Bootstrap Image Preview