Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কল্পনার রঙে কৃতির ভালোবাসার পরশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫৩ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫৩ PM

bdmorning Image Preview


‘কাছে আসো না, ভালোবাসো না, তুমি আমারই কেন বোঝ না’ এমনই কথায় প্রথম মৌলিক গান নিয়ে হাজির হয়েছেন প্রগতিশীল কণ্ঠশিল্পী নুসরাত কৃতি। গানটির কথা ও সুর করেছেন নির্ঝর চৌধুরী।

‘কল্পনার রঙ’ গানের সংগীতায়োজনে ছিলেন মার্সেল। এতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নুসরাত কৃতি। তার সঙ্গে পর্দায় কেমিস্ট্রি জমিয়েছেন জনপ্রিয় মডেল রিয়াসাত শুভ। গেলো ১০ ফেব্রুয়ারি সিএমভির ব্যানারে মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে।

এ প্রসঙ্গে কৃতি বলেন, ‘এটা আমার ফার্স্ট সলো। নিজের গান বলতে এটিই প্রথম রিলিজ হয়েছে। আরও কিছু গান রিলিজের অপেক্ষায় রয়েছে। আমি সময় নিয়ে কাজ করতে পছন্দ করি। শ্রোতারা ভুলে যাবে এমন গানে নিজেকে ব্যস্ত রাখতে চাই না। আমি আমার গানের মাধ্যমে সবার হৃদয়ে জায়গা করে নিতে চাই।’

তিনি আরও বলেন, ‘ভালোবাসা দিবসগুলোতে গান প্রকাশের অন্যরকম একটা আবেদন থাকে। অনেক আগে থেকেই এই দিনটিতে গান প্রকাশের চর্চা জনপ্রিয়। এবারও অনেক গানের ভিডিও প্রকাশ হয়েছে। তার ভিড়ে আমার গানটি যদি কাউকে বিনোদন দেয় সেটাই হবে সার্থকতা।’

Bootstrap Image Preview