ভালোবাসা আলাদাভাবে দেখানোর কিছু থাকে না। তবে আপনি যাকে ভালোবাসেন তার তো এটা বোঝা উচিত যে আপনি তাকে ভালোবাসেন। আর সে যদি না বোঝে তাহলে কিছু কিছু কাজে কর্মে সেটা বোঝানো উচিত। আর ভালোবাসার মানুষকে ভালোবাসা জাহির করার জন্যই সারা বিশ্বে পালন হয়ে থাকে বিশ্ব ভালবাসা দিবস। আমাদের দেশেও তার ব্যতিক্রম নয়। তাই আপনি অন্য কিছু না পারলেও সকাল থেকে রাত পর্যন্ত শুধু মাত্র খাবারের মাধ্যমে প্রকাশ করতে পারেন, আপনার ভালোবাসা। আসুন তাহলে আজ আমরা দেখে নেই ভালোবাসা দিবস উপলক্ষ্যে কিছু ফুড আইডিয়া। আমরা শুধু কিছু ছবি দিচ্ছি, আপনি আপনার পছন্দের আইডিয়া এতে যোগ করতে পারেন।
.jpg?1549688673204)
১. সকালের পেনকেক দিয়েই শুরু হোক আপনার ভালোবাসা।
.jpg?1549688682331)
২. শুশি যদি তার পছন্দের খাবার হয় তাহলে এতে খুব সহজেই দিতে পারেন হার্ট সেপ।
.jpg?1549688776237)
৩. সালাদের চিংড়িগুলো টুথপিকে গেঁথে দিতে পারেন হার্ট সেপ।
৪. দুই আপালের দুই অংশ কাটিং নাইফ দিয়ে ভিন্নতা আনতে পারেন।
.jpg?1549688755863)
৫. জেলো টফিতে খুব সহজেই আনতে পারেন হার্ট সেপ।
.jpg?1549688747583)
৬. সোনামণির সকালের নাস্তায় ডিম দিয়ে আনতে পারেন হার্ট সেপ।
.jpg?1549688739421)
৭. কুকিজগুলো আর বাদ যাবে কেনো? এটাতে তো আপনি খুব সহজেই কারসাজি দেখাতে পারেন।
.jpg?1549688731230)
৮. স্যান্ডুইচ অথবা পেটিস হার্ট সেপ আনা কোনো ব্যাপার না।
.jpg?1549688722878)
৯. সকালে যদি ওভেনে বান তৈরির অভ্যাস থাকে তাহলে এই আইডিয়া কাজে লাগাতে পারেন।
.jpg?1549688697191)
১০. হার্ট সেপ ফ্রুট সাশলিক। ব্যবহার করতে পারেন নানা ধরনের ফ্রুট।