এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়ছে সজীব সরকারের তৃতীয় বই ‘সাংবাদিকতা সহজপাঠ’। বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী। বইটির প্রচ্ছদ এঁকেছেন মনিরুল ইসলাম।
গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানের ৪১৫-১৭ নং স্টলে পাওয়া যাচ্ছে বইটি। এর আগে গতিধারা প্রকাশনী থেকে প্রকাশিত হয় অপর দুইটি বই ‘সংবাদ লেখা ও সম্পাদনা’ এবং ‘নিউজ রিপোর্টিং, রাইটিং এ্যান্ড এডিটিং’।
সাংবাদিকতা বিষয়ের শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী, শিক্ষক, প্রশিক্ষক, সাংবাদিক ও নিছকই এ বিষয়ে আগ্রহী পাঠক, সবার কাজে আসবে-অপরিহার্য এমন অসংখ্য বিষয় বইটিতে সন্নিবেশিত হয়েছে। সংবাদ ও সাংবাদিকতা কী, কেন ও কীভাবে এবং সংবাদমাধ্যম ও সাংবাদিকের দায়িত্ব ও নীতিমালার ওপর মূল ফোকাস রেখে লেখা হয়েছে এই বই।
বইটিতে বিস্তর বিষয়ে আলোচনার মধ্যে রয়েছেঃ হার্ড নিউজ ও সফট নিউজ; মানবিক আবেদনসমৃদ্ধ সংবাদ; বক্স স্টোরি; ফলো-আপ স্টোরি; কমপাইলড স্টোরি; প্যাকেজ; ধারাবাহিক প্রতিবেদন; বিশেষ প্রতিবেদন; সারফেস রিপোর্টিং ও ডেপথ রিপোর্টিং; ব্যাখ্যামূলক প্রতিবেদন; অনুসন্ধানী প্রতিবেদন; সংবাদ লেখার উল্টো পিরামিড কাঠামো, পিরামিড কাঠামো, সময়ানুক্রমিক কাঠামো, ফিচার কাঠামো, নাট গ্রাফ কাঠামো, মার্টিনি গ্লাস কাঠামো ও কাবাব কাঠামো; সংবাদ সম্পাদনা; ফিচার; সম্পাদকীয়; উপ-সম্পাদকীয়; গণমাধ্যমের স্বাধীনতা; মানহানি; সংবাদ ও সাংবাদিকতার মৌলিক নীতিমালা ইত্যাদি।
সজীব সরকার দেশ ও দেশের বাইরে থেকে প্রকাশিত বিভিন্ন একাডেমিক জার্নালে প্রায় ৩০টি গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন এবং নিয়মিত লিখছেন। বর্তমানে তিনি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক।
শিক্ষকতার শুরু ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ-এর কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক হিসেবে। তিনি শিক্ষকতার পাশাপাশি সাংবাদিক প্রশিক্ষণ এবং গবেষণার সঙ্গে যুক্ত। দৈনিক কালের কণ্ঠ ও সমকালসহ বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করেছেন।
পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ ও জেলা স্কুল থেকে যথাক্রমে এইচএসসি ও এসএসসি।
সজীব সরকার আরো লিখেছেন, শিশু সাংবাদিকতার নীতিমালা (বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস, ২০১৬) এবং জেন্ডার সংবেদনশীলতা ও প্রজনন স্বাস্থ্য (বাংলাদেশ নারী প্রগতি সংঘ, ২০১৩)।