Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তালায় জাতপুর বি.এম কলেজের ৫ দরিদ্র শিক্ষার্থীকে সহায়তা প্রদান

এসএম বাচ্চু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১০ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১০ PM

bdmorning Image Preview


তালা উপজেলার জাতপুর টেকনিক্যাল এন্ড বি. এম. কলেজের ৫ জন দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। 

কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (সিবিইটি) এর উদ্যোগে এবং বেসরকারি সংস্থা সুরভী এর বাস্তবায়নে মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে কলেজ কক্ষে এই সহায়তা দেয়া হয়।

কলেজের অধ্যক্ষ মো. সাইফুল্লাহ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক জি. এম. ফৈজুর রহমান, প্রবোধ কুমার ঘোষ, এস. এম. শফিকুল ইসলাম, চঞ্চল রায়, সেলিনা খাতুন, উত্তম কুমার পাল, উৎপল কুমার সাহা, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান, মো. ইসলাম বিশ্বাস, মিতালী চক্রবর্ত্তী ও কেয়া রায় প্রমুখ।

কলেজ অধ্যক্ষ মো. সাইফুল্লাহ জানান, সিবিইটি কর্তৃক প্রদত্ত ২৫ হাজার টাকা সুরভী সংস্থার মাধ্যমে এদিন ৫ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তা হিসেবে ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়।

এছাড়া এই শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক সম্পন্ন করাসহ উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রেও একই সংস্থা থেকে অনুরুপ সহায়তা পাবে বলে জানান তারা। 

Bootstrap Image Preview