Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ট্রাম্প একটা ‌‘ইডিয়ট’: রুহানি

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩২ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‌‘ইডিয়ট’ বলে অভিহিত করেছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি।

সোমবার ইরানে ইসলামি বিপ্লবের চল্লিশ বর্ষপূর্তিতে আয়োজিত এক জনসভায় এ মন্তব্য করেন তিনি।

তেহরানের আজাদি চত্বরে ওই সমাবেশটি অনুষ্ঠিত হয়।

হাসান রুহানি বলেন, ইরানের সড়কজুড়ে বিশাল জনসমুদ্রের উপস্থিতিই বলে দিচ্ছে শত্রুরা কখনোই তাদের খারাপ উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে না।

তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প একটা ‘ইডিয়ট’।

প্রসঙ্গত, গতকাল সোমবার ছিল ইরানে ইসলামি বিপ্লবের চল্লিশ বর্ষপূর্তির বিজয় দিবস। রাজধানী তেহরানে সেনাসহ হাজারো ইরানি, শিক্ষার্থী, ধর্মীয় নেতা এবং নারীরা শিশুদের কোলে নিয়ে মিছিল করেন। ইরানি পতাকা বহনকারী লোকেরা ‘ইসরায়েল ধ্বংস হোক, আমেরিকা ধ্বংস হোক’ বলে স্লোগান দেন।

Bootstrap Image Preview