Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিষাক্ত বিকিরণে সবার ওপরে শাওমি ও ওয়ান প্লাস!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১২ AM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১২ AM

bdmorning Image Preview


শাওমি ও ওয়ান প্লাস মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য আশঙ্কার খবর দিল জার্মান সরকারি সংস্থা। মোবাইল ফোনের বিকিরণের মাত্রা নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। তাতে দেখা গেছে সব থেকে বেশি বিকিরণ করে শাওমি ও ওয়ান প্লাসের মডেলগুলি।

মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয় তড়িত্চুম্বকীয় তরঙ্গ। সেই বিকিরণ মাত্রা ছাড়ালে নানা শারীরিক উপসর্গের আশঙ্কা থাকে। এমনকী মাত্রাতিরিক্ত বিকিরণ ক্যান্সেরের কারণ হতে পারে বলেও মনে করেন একদল গবেষক।

জার্মান বিকিরণ নিরাপত্তা সংস্থা থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে এক চাঞ্চল্যকর রিপোর্ট। তাতে দেখা যাচ্ছে মাত্রাছাড়া বিকিরণ ঘটায় যে সব ফোন তার তালিকায় সবার ওপরে রয়েছে শাওমি ও ওয়ান প্লাস। 

তালিকায় এক নম্বরে রয়েছে শাওমি মি এ১। খাতায় কলমে তার বিকিরণের মাত্রা ১.৭৫ ওয়াট প্রতি কিলোগ্রাম। দ্বিতীয় স্থানে রয়েছে অয়ান প্লাস ৫টি. এর বিকিরণের মাত্রা ১.৬৮ ওয়াট প্রতি কেজি। তৃতীয় স্থানে রয়েছে মি ম্যাক্স থ্রি। চতুর্থ স্থানে রয়েছে ওয়ানপ্লাস সিক্স টি।  তালিকায় নবম স্থানে রয়েছে আই ফোন ৭।

Bootstrap Image Preview