Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শেখ হাসিনাকে আর্মেনীয় প্রধানমন্ত্রীর অভিনন্দন

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:০২ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:০২ PM

bdmorning Image Preview


টানা তৃতীয় ও সর্বমোট চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন আর্মেনীয় প্রধানমন্ত্রী নিকোল পাশিয়ান।

রবিবার এক বার্তায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই অভিনন্দন জানান।

আর্মেনীয় প্রধানমন্ত্রী উভয় দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

তিনি অভিনন্দন বার্তায় লেখেন, আমাদের পারস্পারিক সম্পর্কের ভিত্তি আরো মজবুত হবে।

দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব বৃদ্ধি পাবে বলেও আশাবাদ প্রকাশ করেন।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও সুনিপুণ কর্মকৌশলের প্রত্যাশাও ব্যক্ত করেন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৯ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ।

Bootstrap Image Preview