Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেবহাটায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৮ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৮ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার দেবহাটার সখিপুর দিঘিরপাড় সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় চত্বরে ফিরোজা মজিদ ট্রাষ্টের আয়োজনে এ শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বেসরকারি সংস্থা আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্ল্যাহ আল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান, ফিরোজা মজিদ ট্রাষ্টের উপদেষ্টা ও নলতা কেন্দ্রীয় আহ্ছানীয়া মিশনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ফিরোজা মজিদ ট্রাষ্টের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানীয়া মিশনের ডেপুটি ডিরেক্টর ইকবাল মাসুদ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম বাপ্পা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আফসার আলী, আব্দুল গনি, হুমায়ূন কবির, গোলাম কিবরিয়া, মোজাফ্ফার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী মুখার্জী, শিক্ষক রমজান আলী, রিয়াজুল ইসলাম, নাছিমা খাতুন, কুলছুম পারভীন, পার্বতী রানী, বিষ্ণু প্রিয়া, নারায়ন চন্দ্র, তাহমিনা খাতুন, রেনুকা রানী, দীপা, শাহারবানু প্রমুখ। 

Bootstrap Image Preview