Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইসলামি বিপ্লবের ৪০ বছর পূর্তিতে ইরানে লাখো মানুষের ঢল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪১ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইরানে আজ সোমবার ইসলামি বিপ্লবের ৪০ বছর পূরণ হলো। এ উপলক্ষে সোমবার ইরানে পালিত হচ্ছে ইসলামি বিপ্লবের বিজয় দিবস।

দিবসটি ঘিরে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। দেশজুড়ে আয়োজন করা হয়েছে বিশাল মিছিল ও শোভাযাত্রার। লাখো-কোটি মানুষ এতে অংশ নিয়েছে। খবর আলজাজিরার।

বিজয় দিবসকে সামনে রেখে স্থানীয় সময় রোববার রাত নয়টায় সারাদেশ প্রকম্পিত হয়ে উঠে ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে। ইরানের সর্বস্তরের মানুষ নিজ নিজ বাড়ির ছাদে উঠে ‘আল্লাহু আকবার’ ধ্বনি তুলে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খোমেনীসহ জাতীয় নেতা ও ব্যক্তিত্বরা বিজয় মিছিল ও শোভাযাত্রায় অংশ নিতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিপ্লবের ৪০ বছর পূর্তি উপলক্ষে সর্বোচ্চ নেতা খুব শিগগিরই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী দেবেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে। গুরুত্বপূর্ণ ওই বাণীতে দিকনির্দেশনামূলক তথ্য থাকবে বলে জানা গেছে। ১৯৭৯ সাল থেকে ইরানে ইসলামি বিপ্লব শুরু হয়।

Bootstrap Image Preview