Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ৮১ বসতঘর পুড়ে ছাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১৬ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১৬ PM

bdmorning Image Preview


চট্টগ্রামে আগুনে দুটি কলোনির ৮১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই আগুনে জসিম কলোনির ৪০টি ও রহিম কলোনির ৪১টি কাঁচা বসতঘর পুড়ে গেছে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক জসিম উদ্দিন।

গতকাল শনিবার দিবাগত রাত ১০টার দিকে নগরীর অক্সিজেন রেলগেট এলাকায় দুটি কলোনিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি গাড়ি ঘটনাস্থলে চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে আগ্রাবাদ, চন্দনপুরা ও বায়েজিদ স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয় বায়েজিদ থানার এসআই শায়ের আলী বলেন, আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে উদ্ধার করা হয়েছে ২০ লাখ টাকার মালামাল বলে জানান এসআই।

Bootstrap Image Preview