Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাদিস অনুসারে নামাজের পর ব্যায়াম করার রীতি শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৫ AM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৫ AM

bdmorning Image Preview
সংগৃহীত


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণে নামাজের পরে ব্যায়াম শুরু করেছে ইরাকের উত্তরপূর্বাঞ্চলীয় জেলা হালবাজা বেহেশত-মসজিদের ইমাম মাহরিবান হিমা সাঈদ।

 ‘শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম’ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি অনুসরণ করে মুসল্লিদের দেহের শক্তি যোগানো ও ফিটনেস ঠিক রাখার উদ্দেশ্যে ভিন্নধর্মী এই ব্যায়াম-পদ্ধতি চালু করা হয়েছে।

ইরাকের মুসল্লিদের নিজ স্বাস্থ্যের প্রতি যত্নশীল করার লক্ষ্যে উৎসাহ প্রদান করতে সপ্তাহে দুইদিন ফজরের নামাজের পরে শরীরচর্চার অভিনব কৌশটি চালু করা হয়েছে জানুয়ারির শুরু থেকে।

বেহেশত-মসজিদের প্রবীণ মুসল্লি আহমদ রউফের মতে, এই যোগব্যায়াম আমাদের শরীর চাঙা ও সতেজ করে তোলে। সপ্তাহের দুইদিন ফজরের নামাজে মসজিদে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অন্য একজন মুসল্লি বলেন,‘আমাদের সঙ্গে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা নিয়ে খুব খুশি, সবাই এ কার্যক্রমের প্রশংসা করছে এবং এটি চালিয়ে যেতে চায়।’

মসজিদের ব্যতিক্রমী এ আয়োজন আমাদের শারীরিক ও মানসিক প্রফুল্লতা দিচ্ছে।

উত্তর-পূর্ব ইরাকের হালবাজা প্রশাসনিক অঞ্চলটি ইরান সীমান্ত থেকে ১৮ কিলোমিটার উত্তরে অবস্থিত।

ইমাম সাঈদের ব্যতিক্রমী এ উদ্যোগ হালবাজা ছাড়িয়ে পুরো ইরাকে প্রশংসিত হয়েছে।

Bootstrap Image Preview