Bootstrap Image Preview
ঢাকা, ০৯ রবিবার, ফেব্রুয়ারি ২০২৫ | ২৭ মাঘ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইসিইউতে কবি আল মাহমুদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩৭ AM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৮ AM

bdmorning Image Preview


বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদের গুরুতর অসুস্থ। তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) রাখা হয়েছে।

শনিবার (৯ ফেব্রুয়ারি) রাতে কবি আল মাহমুদ খুব বেশি অসুস্থ হয়ে পড়ায় সন্ধ্যায় তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতা‌লে আনা হয়। চিকিৎসকরা তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দিচ্ছেন বলে জানিয়েছেন কবি আল মাহমুদের ব্যক্তিগত সহকারী আবিদ আজম।

আল মাহমুদের বয়স এখন ৮২ বছর। তিনি বয়সজনিত নানা ধরনের জটিলতায় ভুগছেন। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। সাহিত্যে অবদানের জন্য ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি।

Bootstrap Image Preview