তিনি কবি, গবেষক, প্রাবন্ধিক, উপন্যাসিক, গীতিকার এবং একজন স্বনামধন্য শিক্ষাবিদ। একজন ভাল বক্তা, বাচিকশিল্পী, সম্পাদক এবং সংগঠক হিসেবে তাঁর সুনাম রয়েছে।
তার নাম ড. শাহনাজ পারভীন। লেখক নাম: শাহনাজ পারভীন। পিতা মো: বজলুর রহমান, মাতা সামসুন্নাহার ফুল। তার জন্মস্থান ফরিদপুরের কামার খালী। জন্ম তারিখ: ৭ই মে, ১৯৬৮ খ্রিস্টাব্দ। তার স্বামীর নাম মো: শফিকুল ইসলাম। তার সন্তানের মধ্যে রয়েছে দুই কন্যা ও এক পুত্র। যতাক্রমে- তাসনিয়া তাবাসসুম তিসা, তাসফিয়া তারান্নুম তিফা, নাসিফ মুনিম নাফি।
তার শিক্ষাজীবন: এমএ (ঢাবি), বিএড (রাবি), এমফিল (ইবি), পিএইচডি (ইবি)। কর্মজীবনে তিনি যশোরের উপশহর মহিলা কলেজের উপাধ্যক্ষ।
প্রকাশনার:
তার কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে: প্রদোষ বেলার চিৎকার, নারী ও বৃক্ষের কাব্য, প্রেমের কবিতা, অতল নৈঃশব্দ্য, নির্বাচিত কবিতা ও সামীপ্য সুধা।
তার গল্পগ্রন্থের মধ্যে রয়েছে: জলপ্রপাতের জীবন্তিকা, একাত্তরের আগুন সময় উপন্যাস: সুখপাখিদের হসপিটাল, সেলুলার, মাশুল, হ্যালো এবং শাহনাজ পারভীনের ত্রয়ী।
তার উপন্যাস, প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে: নতুন সূর্যের আগমনী গান, মুক্তিযুদ্ধ কবিতা ও কথাশিল্প গবেষণা: ইসলামে নারী অধিকার ও অবস্থান: প্রেক্ষিত বাংলাদেশ (এম.ফিল থিসিস), কবি গোলাম মোস্তফার সাহিত্যে ইসলামী ঐতিহ্যের রূপায়ন (পিএইচডি থিসিস), প্রমিস্ড প্রফেট (গবেষণা কাব্য), নীলনদের আাখ্যান (গবেষণা উপন্যাস),
কিশোর কবিতার মধ্যে রয়েছে: স্বপ্ন শুধু উড়ালপঙ্খি এবং গীতিগ্রন্থ: সূর্য ও পৃথিবীর গান উল্লেখযোগ্য।
সম্পাদনা: দ্যোতনা, নান্দনিক ধারার সাহিত্য কাগজ, যশোর; ছড়াঘর, ছড়া পত্রিকা, যশোর।
তার প্রাপ্ত পুরস্কারের মধ্যে রয়েছে: তির্যক, কল্যাণী সাহিত্য পুরস্কার, জসীমউদ্দীন শুভেচ্ছা স্মারক, রাজশাহী সাহিত্য পরিষদ সম্মাননা পদক, যশোর শিল্পী গোষ্ঠী সাহিত্য সম্মাননা, উত্তরণ লাইব্রেরী সম্মাননা, মহিউদ্দিন আহমেদ স্মৃতি গাঙচিল গ্রন্থ পদক, খুলনা, একুশে বইমেলা খুলনা, মধুসূদন পাবলিক লাইব্রেরী, মনিরামপুর বইমেলা সম্মাননা, স্মৃতি’ ৭১ সম্মাননা, মাগুরা নবগঙ্গা সাহিত্য গোষ্ঠী সম্মাননা, অগ্নিবীণা সম্মাননা, পঞ্চগড় বহুভূজ গুণিজন সম্মাননা, অপরাজিত সাহিত্য সম্মাননা, কাব্যকথা এ্যাওয়ার্ড, প্রজন্ম সম্মাননা এবং মরমী কবি হাছন রাজা স্মৃতি সম্মাননা ঢাকা থেকে লাভ করেছেন।