Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শান্তিনিকেতনের রিসোর্টে নগ্ন ফটোশুট, এলাকায় তোলপাড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১০ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১০ PM

bdmorning Image Preview


কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজরিত পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের একটি রিসোর্টে অবাধে নগ্ন ফটোশুটের অভিযোগ উঠেছে। সেই ছবি ভাইরাল হতেই তোলপাড় সৃষ্টি হয়েছে এলাকায়। 

নিউজ এইটটিনের খবর, শান্তিনিকেতনের মধ্যে খোয়াই বরাবরই পর্যটকদের অত্যন্ত প্রিয় বেড়ানোর জায়গা। আর সেখানকার একটি জনপ্রিয় রিসোর্টেই নাকি অবাধে চলেছে নগ্ন ফটোশুট। সেই ছবি প্রকাশ্যে আসতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজরিত শান্তিনিকেতনে এই অপসংস্কৃতি অবিলম্বে বন্ধ করার ডাক দিয়েছেন তারা।

ছবিগুলিতে দেখা যাচ্ছে, দিনের আলোয় ছবিগুলি তোলা হয়েছে। শুধু তাই নয়, বন্ধ ঘরের মধ্যে লুকিয়ে তোলা হয়নি সেগুলো। রীতিমতো রিসোর্টের বারান্দায় ফটোশুট করা হয়েছে।

শুধু স্থানীয়রা নয়, ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠে রাজ্যের সাংস্কৃতিক মহলে। তবে গোটা ঘটনায় হোটেলের দায় সম্পূর্ণ এড়িয়ে গেছেন রিসোর্টের মালিক।

Bootstrap Image Preview