Bootstrap Image Preview
ঢাকা, ২৬ সোমবার, মে ২০২৫ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতের সঙ্গে ৪ সমঝোতা সই করল বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫৫ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বহুমুখী সহযোগিতা আরও জোরদার করতে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বলে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।

আজ শুক্রবার নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) পঞ্চম বৈঠকে এসব এমওইউ সই হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জেসিসি বৈঠকে সহসভাপতিত্ব করেন।

বাংলাদেশের ১ হাজার ৮০০ সরকারি আমলার প্রশিক্ষণ এবং ঔষধি গাছ খাতে ভারতের আয়ুষ মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে দুটি এমওইউ সই হয়েছে।

তৃতীয় এমওইউটি হয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ও ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাঝে। সেই সঙ্গে মোংলায় ভারতীয় অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য হিরানন্দনি গোষ্ঠী ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মধ্যে একটি এমওইউ হয়েছে।

Bootstrap Image Preview