নদী ভাঙনের কারণে আর কারও চোখে পানি দেখতে চাই না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।
আজ শুক্রবার সকালে শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীর ডানতীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনকালে পানি সম্পদ উপমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেছেন, আর যেন কোনো বসতবাড়িঘর বিলীন না হয় সেজন্য সবাইকে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। ভাঙনরোধে কোনো ধরনের গাফিলাতি সহ্য করা হবে না।
উপমন্ত্রী বলেন, আগামী বর্ষা মৌসুমের আগেই ভাঙনরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কাজ এগিয়ে চলছে, তবে কাজের কোনো রকম দুর্নীতি সহ্য করা হবে না। এজন্য সংশ্লিষ্টদের হুশিয়ার করেন তিনি।
বিএনপির সমালচোনা করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরও বলেন, বিএনপির অস্তিত্ব রক্ষা করতে হলে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া উচিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে। তারা দুর্নীতিবাজ, যুদ্ধাপরাধীর সন্তানকে মনোনয়ন দেওয়ায় জনগণ তাদের প্রত্যাখান করেছে। আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিন, ঘরে বসে আন্দোলনের ডাক দিয়ে সরকার পতন করা যাবে না।