Bootstrap Image Preview
ঢাকা, ০৩ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চার্জার খুলতে গিয়ে নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৫ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৫ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নওগাঁর রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছে।

শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার চকমুনো ফরিকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের সাহেবউল্লাহ শাহ’র ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার রাতে চকমুনো ফরিকপাড়া এলাকায় গভীর নলকুপ সংলগ্ন একটি গ্যারেজে অটোচার্জার চার্জে দিয়ে বাড়িতে যান। শুক্রবার সকাল ৭টার দিকে অটোচার্জার থেকে চার্জারের প্লাগ খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview