Bootstrap Image Preview
ঢাকা, ০৩ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টানা চতুর্থবার আইজিপি ব্যাচ পেলেন তালার শ্যামল মুখার্জী

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫০ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫১ PM

bdmorning Image Preview


ভালো কাজের স্বকৃতিস্বরুপ টানা চতুর্থবারের মত আইজিপি ব্যাচ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (অর্থ) শ্যামল কুমার মুখার্জী।

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনন্সে এই ব্যাচ পরিয়ে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অর্থ) শ্যামল কুমার মুখার্জী সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের স্বর্গীয় দিলীপ মুখার্জীর ছেলে।

এর আগে ২০১৫ সালের ১৫ জানুয়ারি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্বপালনকালে ঢাকা জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা হিসেবে মনোনীত হন।

এরপর একই বছরে নাটোর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন তিনি। নাটোরের পুলিশ সুপার থাকাকালীন সময়ে গুরুদাসপুরে সাম্প্রদায়িক দাঙ্গা রুখে দেয়ার জন্য ২০১৫ সালে প্রথমবার আইজিপি ব্যাচ পান এই পুলিশ কর্মকর্তা। ২০১৬ সাল ও ২০১৭ সালে ভালো কাজের স্বিকৃতি স্বরুপ টানা দ্বিতীয় ও তৃতীয় বার আইজিপি ব্যা্চ পেয়েছিলেন তিনি।

বুধবার (৬ ফেব্রুয়ারি) ভালো কাজের স্বিকৃতিস্বরুপ টানা চতুর্থবারের মত আইজিপি ব্যাচ পেলেন শ্যামল কুমার মুখার্জী। এ ছাড়া ডিএমপিতে কর্মরত থাকাকালীন সময়ে কয়েক দফায় বিশেষ পুরষ্কার পেয়েছেন তিনি।

টানা চতুর্থবারের মত আইজিপি ব্যাচ ও প্রশংসাপত্র গ্রহণের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (অর্থ) শ্যামল কুমার মুখার্জী বলেন, আমি খুবই উচ্ছাস্বিত। এ ধরণের স্বিকৃতি একটি বাহিনী প্রধানের কাছ থেকে পাওয়া অর্থই হচ্ছে বাহিনীতে বেশী করে অবদান রাখার একটা প্রবণতা, আগ্রহ বা উদ্বীপনা তৈরী হওয়া।

Bootstrap Image Preview