Bootstrap Image Preview
ঢাকা, ০৫ শনিবার, জুলাই ২০২৫ | ২১ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শেখ হাসিনাকে ফরাসী প্রধানমন্ত্রীর অভিনন্দন

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৭ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৭ PM

bdmorning Image Preview


টানা তৃতীয় ও সর্বমোট চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ফরাসী প্রধানমন্ত্রী এডওয়ার্ড চার্লস ফিলিপ।

তিনি ফরাসী জনগণ ও তার নিজের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই অভিনন্দন জানান। বাংলাদেশে নিযুক্ত ফরাসী রাষ্ট্রদূত মিজ মারিয়ে অনিক বোর্ডিন বৃহস্পতিবার শেখ হাসিনার সংসদ ভবনস্থ কার্যালয়ে ফরাসী প্রধানমন্ত্রীর এই অভিনন্দন বার্তা হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ফরাসী রাষ্ট্রদূতের সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকের এ বিষয়ে ব্রিফিং করেন।

অভিনন্দন বার্তায় ফরাসী প্রধানমন্ত্রী বলেন, গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের পাশাপাশি বিপুল সংখ্যক লোক অংশ নেয়।

এডওয়ার্ড ফিলিপ ওই বার্তায় বলেন, ‘প্রদত্ত এই ভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।’

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য ফরাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করেন।

প্রেস সচিব জানান, ফরাসী রাষ্ট্রদূত অর্থনীতি, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তনসহ নানা বিষয়ে সহযোগিতার ব্যাপারে আলোচনা করেন।

রাষ্ট্রদূত জানান, তার দেশ জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানানোর জন্য ফরাসী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

Bootstrap Image Preview