Bootstrap Image Preview
ঢাকা, ০৩ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৭ AM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৭ AM

bdmorning Image Preview


চট্টগ্রামের মিরসরাই কলেজ রোড় কাঁচাবাজার সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এতে বাজারের প্রায় ১০টি দোকান পুড়ে গেছে।

বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে এবং পরে তা অন্য দোকানগুলোত ছড়িয়ে পড়লে ওষুধের দোকান, কনফেকশনারি, মুদি, কীটনাশক, জুতা ও লন্ড্রি দোকানের মালামাল পুড়ে যায়।

এ ব্যাপারে মিরসরাই ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত সোয়া ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে সীতাকুন্ড ও মিরসরাই ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ ঘটনায় ১৫ লাখ টাকার মালামাল ও সম্পদের হানি হয়েছে।

Bootstrap Image Preview