Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত

রাহাত রাজা, সাতক্ষীরা প্রতিনিধি:
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪০ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪০ PM

bdmorning Image Preview


‘ইশারা ভাষা, সকলের অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা ইশারা ভাষা দিবস-২০১৯ উপলক্ষ্যে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর সাতক্ষীরার যৌথ আয়োজনে শহরের পোষ্ট অফিস মোড় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা অফিসার্স ক্লাবে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

সমাজসেবা অধিদফতর সাতক্ষীরার সহকারি পরিচালক হারুন অর-রশিদ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদফতর সাতক্ষীরার উপ-পরিচালক দেবাশিস সরদার। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডা. হাবিবুর রহমান, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক  মো. হাবিবুল্লাহ, ঋশিল্পি বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। 

আলোচনা সভা শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবা প্রবেশন অফিসার মো. মিজানুর রহমান।

Bootstrap Image Preview