Bootstrap Image Preview
ঢাকা, ০৩ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছাত্রদের চুল কাটা নিয়ে সেলুনে প্রধান শিক্ষকের চিঠি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২২ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২২ PM

bdmorning Image Preview


কলকাতার নিউটাউনের হাটগাছা হরিদাস বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের লেখা একটি চিঠি নিয়ে চলছে বিশেষ আলোচনা। কেননা এই চিঠি কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে পাঠানো হয়নি। পাঠানো হয়েছে একটি সেলুনে।

গত ৩১ জানুয়ারি লেখা সেই চিঠিতে বলা হয়েছে, শ্রদ্ধেয় সেলুনের কর্মী বন্ধু, এই বিদ্যালয় আপনাদের। এর শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিনীত অনুরোধ করছি- ছাত্রদের চুল এমনভাবে কাটবেন না যা দৃষ্টিকটু ও অছাত্রসুলভ।

এ বিষয়ে প্রধান শিক্ষক পার্থসারথি দাস বলেন, আমি আমার কর্তব্য পালন করেছি। শুধু স্কুলে শাসন করলে হবে না। ঘরে-বাইরে মানসিকতার পরিবর্তন করতে হবে এবং অবিভাবকদেরও সচেতন হতে হবে। তাই সেলুনগুলোকে অনুরোধ করেছি। যাতে তারা শালীনতা বজায় রেখে কাজ করেন।আর আমাদের ছাত্ররা সঠিক দিকনির্দেশনা নিয়ে গড়ে উঠে।

Bootstrap Image Preview