Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশে বিদেশি মাংস আমদানি নিষিদ্ধ: মৎস্য প্রতিমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:২৫ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:২৫ PM

bdmorning Image Preview


বাংলাদেশে ভিয়েনাম গরুর মাংস বিক্রির আগ্রহ প্রকাশের পরিপ্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, বাংলাদেশে বিদেশি মাংস আমদানি নিষিদ্ধ।

আজ বৃহস্পতিবার মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোআ তাবাজারা ডি অলিভেইরা জুনিয়রের নেতৃত্বে ২-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল  তার সাথে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

এ সময় তারা দেশে পশুসম্পদ ও আমিষের উৎপাদনবৃদ্ধিসহ উন্নতজাতের দুধেল গাভী এবং গরু আমদানির ব্যাপারে মতবিনিময় করেন। বাংলাদেশের পক্ষে ব্রাজিলের প্রযুক্তিগত সহযোগিতা চাওয়া হলে ব্রাজিলের রাষ্ট্রদূত তার আশ্বাস দেন। একপর্যায়ে বাংলাদেশ এদেশের পশুসম্পদের উন্নয়নে ব্রাজিলের পক্ষ থেকে লিখিত প্রস্তাব আহ্বান করলে রাষ্ট্রদূত তাতে সম্মতি দেন।  

রাষ্ট্রদূত এদেশে মাংস আমদানির প্রস্তাব দিলে প্রতিমন্ত্রী দেশের জাতীয় নীতির কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশে বিশ্বের অপর কোনো দেশ থেকে মাংসের বাণিজ্যিক আমদানি নিষিদ্ধ আছে। তবে ভিয়েনা কনভেনশন এবং কূটনৈতিক নীতির আওতায় বিদেশিদের জন্য কূটনৈতিক চ্যানেলে আনা সীমিত পরিমাণ মাংস এ নিষাধাজ্ঞার মধ্যে পড়বে না।  

রাষ্ট্রদূতের সাথে ছিলেন তাদের দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জুলিয়ো কেসার সিলভা এবং বাংলাদেশের পক্ষে অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মণ্ডল, অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন, যুগ্ম-সচিব ড এ কে এম মুনুরুল হক, প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি হীরেশ রঞ্জন ভৌমিক উপস্থিত ছিলেন।    

Bootstrap Image Preview