Bootstrap Image Preview
ঢাকা, ০৫ শনিবার, জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশে দেশ ছাড়লেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:০৪ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:০৮ PM

bdmorning Image Preview


রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশে দেশ ছেড়েছেন। আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।

এ সময় বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, কূটনৈতিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধানসহ সামরিক ও অসামরিক উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রধানমন্ত্রীর মূখ্যসচিব প্রমুখ।

তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন। আগামী ১৩ ফেব্রুয়ারি তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

সফরকালে স্ত্রী রাশিদা খানম, দুই ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক ও রিয়াদ আহমেদ রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন।

Bootstrap Image Preview