Bootstrap Image Preview
ঢাকা, ০২ বুধবার, জুলাই ২০২৫ | ১৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে ফিলিপাইনি ভিসা সেন্টার চালু আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৬ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চট্টগ্রামে ফিলিপাইনি ভিসা কেন্দ্রের কার্যক্রম। সন্ধ্যায় নগরের হোটেল আগ্রাবাদে ভিসা সেন্টারের উদ্বোধন করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, বিশেষ অতিথি থাকবেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্তে ভিভেনসিও টি. বানদিল্লো।

ভিসা সেন্টারের উদ্বোধন উপলক্ষে বুধবার এক সংবাদ সম্মেলন নগরীর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভিসা সেন্টার চালুর বিষয়ে আলোকপাত করেন বাংলাদেশে ফিলিপাইনের অনারারি কনসাল এম.এ আউয়াল।

তিনি বলেন, ফিলিপাইনের ভিসার জন্য আবেদন করার পর মাত্র ১০দিনের মধ্যে ভিসা প্রদান করা হবে। জরুরী ভিত্তিতে ফিলিপাইনি ভিসা প্রাপ্তির জন্যও কনস্যুলেটের মাধ্যমে সেবা গ্রহণের সুযোগ পাওয়া যাবে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঢাকাস্থ ফিলিপাইনি দূতাবাসের ভিসা অফিসার বার্লিন তলোসা।

এসময় উপস্থিত ছিলেন ফিলিপাইনি অনারারি কনসালের চট্টগ্রামের প্রধান নির্বাহী শেখ হাবিবুর রহমান ও বেপজিয়ার চট্টগ্রামের সাধারণ সম্পাদক আজিজুল বারী চৌধুরী জিন্নাহ।

Bootstrap Image Preview