Bootstrap Image Preview
ঢাকা, ০২ বুধবার, জুলাই ২০২৫ | ১৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে ট্রেনের ধাক্কায় সেলটেকের প্রকৌশলী নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১১:১৩ AM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১১:১৩ AM

bdmorning Image Preview


গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় ট্রেনের ধাক্কায় মমিন উদ্দিন (৩২) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মমিন গাজীপুরের শ্রীপুর উপজেলার নোয়াগাঁও এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে। 

মমিন জয়দেবপুরের হাজীপাড়া এলাকায় তার নিজস্ব ফ্ল্যাটে থাকতেন। তিনি সেলটেক নামে প্রতিষ্ঠানের বিএসসি প্রকৌশলী ছিলেন।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া জানান, সকালে জয়দেবপুর রেলওয়ে জংশনে রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন মমিন। এসময় একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে যান।

Bootstrap Image Preview