Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১৯ বছরের তরুণীকে ধর্ষণ করলো চার নারী, অতঃপর!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৬ AM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৬ AM

bdmorning Image Preview


কাজের সন্ধানে এসে ভারতের দিল্লির দিলশাদ কলোনিতে চার নারীর বিরুদ্ধে আরেক ১৯ বছর বয়সী নারীকে ধর্ষণের অভিযোগ এসেছে। এ ঘটনায় পুলিশ ২৫ বছর বয়সী এক তরুণী সহ চারজন নারীকে আটক করেছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, নির্যাতিতা ওই তরুণী উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দা। কাজের সন্ধানে দিল্লি আসেন তিনি। অভিযোগ, ওই নারী তাকে দিল্লির দিলশাদ কলোনিতে নিয়ে যায়। এবং সেখানে তাকে ধর্ষণ করে। সে একা নয়, আরও তিনজনের হাতে গণধর্ষিত হতে হয় তাকে।

শুধু তাই নয়, অভিযুক্তরা দিনের পর দিন ব্ল্যাকমেল করে তার ওপর যৌন অত্যাচার চালাতেন। শেষ পর্যন্ত আর অত্যাচার সহ্য করতে না পেরে পুলিশের কাছে অভিযোগ জানান ওই তরুণী। যার ভিত্তিতে ওই নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত ওই নারীর বিরুদ্ধে ৩৭৭ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

সুপ্রিম কোর্ট সমকামী যৌনতাকে অপরাধমুক্ত করার পর এই প্রথম দেশে ৩৭৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের জেরার পর কারকারডোমা আদালতে তোলা হয়। সেখানে আদালত অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দেন।

Bootstrap Image Preview