নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পিকআপভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংষর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাক্টরের হেলপার সেলিম (২৫) নিহত ও চালক আবু তাহের গুরুতর আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাতে উপজেলার বসুরহাট-কবিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সেলিম উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছোট রাজাপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজার থেকে ছেড়ে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মালটানা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের হেলপার সেলিম নিহত হন।