Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খদ্দেরের অপেক্ষায় থাকা ২৭ দেহব্যবসায়ি আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৯ AM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৯ AM

bdmorning Image Preview
সংগৃহীত


দেহব্যবসায় জরিত থাকার অপরাধে ২৭ মহিলাকে আটক করেছে পুলিশ। ভারতের হায়দরাবাদের কুকাতপল্লির একটি বাসস্ট্যান্ডে এই মহিলারা কাস্টমারের জন্য দাঁড়িয়ে থাকায়, অন্যান্য অফিসযাত্রী মহিলা বা ছাত্রীদেরও সমস্যায় পড়তে হয়৷ তারাও দেহব্যবসার কাজে জড়িত রয়েছে মনে করে অনেকেই উত্যক্ত করতো।

জানা গেছে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই শনিবার রাতে পুলিশ ভাগ্যনগর কলোনি বাসস্ট্যান্ড থেকে ২৭ মহিলাকে গ্রেফতার করে।

কুকাতপল্লির এসআই নায়ারণ সিং জানান, বাসস্টপে রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত এই মহিলারা দাঁড়িয়ে থাকতো এবং কাস্টমারদের কাছের একটি বাড়িতে নিয়ে যেতো। পুলিশ এই ২৭ মহিলাকে গ্রেফতার করে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজস্থানে বড়সড় সেক্স-র‍্যাকেটের পর্দা ফাঁস করে পুলিশ। গোপন এই অভিযান চালিয়ে এক স্পা সেন্টারে হানা দিল পুলিশ। আর সেখানে হানা দিতেই চক্ষু চড়ক পুলিশ সদস্যদের। একেবারে অশ্লীল অবস্থায় ১০ যুবক-যুবতিকে গ্রেফতার করে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জয়পুর থানা এলাকায়।

কীভাবে দিনের পর দিন স্পা সেন্টারের আড়ালে এভাবে দেহব্যবসা চলতো তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে স্পা-সেন্টারের মালিককেও। আটককৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই স্পা-সেন্টারের আড়ালে দেহব্যবসা চলছিল বলে অভিযোগ আসছিল পুলিশের কাছে। জনবসতি পূর্ণ এলাকার মধ্যেই এটি চলছিল।

Bootstrap Image Preview