Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘মোদীর বিরুদ্ধে বিরোধীরা একজোট হয়ে লড়বে’

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:১০ AM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:১০ AM

bdmorning Image Preview
সংগৃহীত


লোকসভা নির্বাচন এলেই ভারতের বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা সক্রিয় হয়ে ওঠে। সব বিরোধী দলের কাছে নোটিশ পাঠাতে শুরু করেছে। এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবো

জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবাট ভদ্রকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের জেরা প্রসঙ্গে বুধবার রাতে একথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মমতা বলেন, এসব নোটিশ বড় ধরনের ষড়যন্ত্র। সাধারণ কিছু মামলাকে বড় করে সাজিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের মেয়াদ কয়েকদিনের মধ্যে শেষ হতে চলেছে। শিগগিরই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। এই অবস্থায় এ ধরনের পদক্ষেপ বিজেপি সরকার নেয় কী করে!

মমতা আরো বলেন, দিল্লিতে ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি আমাদের ধর্না কর্মসূচি রয়েছে। তখনই ঠিক হবে পরবর্তী পদক্ষেপ।

Bootstrap Image Preview