তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশে এখন ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না। খালি পায়েও মানুষ দেখা যায় না। এখন আকাশ থেকেও কুঁড়েঘর খুঁজে পাওয়া যায় না। কবিতায় কুঁড়েঘর আছে, তবে বাস্তবে তার আর কোন হদিশ পাওয়া যায় না। হাতিরঝিলে গেলে মনে হয়, প্যারিস শহরের কোনো অংশে প্রবেশ করেছি । আকাশ থেকে ঢাকা শহরকে লস অ্যাঞ্জেলেস বলে মনে হয়। কুড়িল ফ্লাইওভার দেখলে মনে হয় এটি কোনো সিনেমার দৃশ্য।’
আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় ও শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বর্তমান সরকারের আমলে অর্থনৈতিক তথা সার্বিকভাবে বাংলাদেশের উন্নতি প্রসঙ্গে আলোচনার সময় এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বে দেশের সার্বিক অবস্থার যে উন্নতি হয়েছে তা সারা বিশ্বের জন্য একটি বিশেষ বার্তা।
হাছান মাহমুদ আরও বলেন, আজ বাংলাদেশের মানষের মাথাপিছু আয় ২ হাজার ডলার ছুঁই ছুঁই করছে । ৫০-এর দশকের মাঝামাঝিতে যখন বাংলাদেশের জনসংখ্যা ৪ কোটি ৭০ লাখ ছিল, তখন থেকে বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ ছিল। আজ বাংলাদেশে জনসংখ্যা ১৭ কোটি, জমি এক ইঞ্চিও বাড়েনি, বরং কৃষি জমি কমেছে। বাংলাদেশে মাথাপিছু কৃষি জমির পরিমাণ পৃথিবীতে সবচেয়ে কম। অথচ জনসংখ্যা বাড়লেও আজ দেশ খাদ্যে শুধু স্বয়ংসম্পূর্ণই নয়, খাদ্যে উদ্বৃত্তের একটি দেশ হিসাবেও সুপরিচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হওয়ার কারণেই এসব কিছু সম্ভব হয়েছে।
মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের শীর্ষ নেতা হাসান শাহরিয়ারের সভাপতিত্বে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাবেক মহাসচিব ওমর ফারুক, বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ, যুগ্ম-মহাসচিব আবদুল মজিদ প্রমুখ।