Bootstrap Image Preview
ঢাকা, ২৬ সোমবার, মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পেছনের দরজা দিয়ে কেউ উপজেলায় ঢুকে না পড়ে তা নিশ্চিত করতে হবে: মাহবুব তালুকদার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:১০ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:১০ PM

bdmorning Image Preview


উপজেলা পরিষদ নির্বাচনে কেউ যাতে পেছনের দরজা দিয়ে উপজেলা পরিষদে ঢুকে পড়তে না পারে তা নিশ্চিত করতে নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

আজ বুধবার আগারগাঁওস্থ ইলেকশন ট্রেনিং ইনস্টিটিউট (ইটিআই) ভবনে পঞ্চম উপজেলা নির্বাচন পরিষদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং ও সহকারি রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ নির্দশনা দেন।

মাহবুব তালুকদার বলেন, ‘জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচনকে সর্বাধিক গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে আখ্যায়িত করা যায়। পাঁচ বছর পর পর এই নির্বাচন অনুষ্ঠিত হলেও জাতীয় নির্বাচনের মতো একদিনে অনুষ্ঠিত করার বাধ্যবাধকতা নেই।’

অবৈধ উপায়ে আচরণবিধি লঙ্ঘন করে কেউ যাতে পেছনের দরজা দিয়ে উপজেলা পরিষদে ঢুকে না পড়েন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা তথা রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারগণ তা নিশ্চিত করবেন বলে নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

মাহবুব তালুকদার বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বাংলাদেশের স্বাধীনতার যাত্রা শুরু হয়েছিল। একটি জাতীয় সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালনা করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা ও পরিপালন পরিপূর্ণ রূপ লাভ করে না। একই সঙ্গে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা সকল কর্মযজ্ঞ বাস্তবায়ন অনিবার্য হয়ে ওঠে।’

নির্বাচন কমিশনার বলেন, ‘শুধু উপজেলা নয়, এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত গণতান্ত্রিক কাঠামোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি উপজেলাতে জনহিতকর কাজ, সুশাসন ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য ভোটের মাধ্যমে জনগণ যাদের বাছাই করবে, তারা সুষ্ঠু ও আইনানুগ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবেন এটা জনপ্রত্যাশা।’

মাহবুব তালুকদার বলেন, ‘আমি মনে করি উপজেলা পরিষদ পরিপূর্ণভাবে স্বায়ত্বশাসিত হওয়া প্রয়োজন। এখানে অন্য কারো খবরদারি বা নিয়ন্ত্রণ থাকার কথা নয়। উদাহরণস্বরূপ বলা যায়, উপজেলা পরিষদ জেলা পরিষদের অধীনস্থ নয়। কথাটা এজন্য বলছি যে, উপজেলা নির্বাচনের গুরুত্ব আমাদের সম্যক উপলদ্ধি করার প্রয়োজন রয়েছে।’

প্রার্থীদের হলফনামা প্রচারের প্রতি গুরুত্বারোপ করে মাহবুব তালুকদার বলেন, ‘উপজেলা নির্বাচনে প্রার্থীরা যে হলফনামা দিয়ে থাকেন তা যথাযথভাবে যাচাই করা একান্ত প্রয়োজন। এর মাধ্যমে একজন প্রার্থীকে ভোটাররা ঘনিষ্টভাবে পরিচয়ের সুযোগ পান।’

Bootstrap Image Preview