Bootstrap Image Preview
ঢাকা, ২৬ সোমবার, মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আমরা আর রোহিঙ্গাদের রাখতে পারবো না, মিয়ানমারকে অবশ্যই ফেরত নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪২ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪৭ PM

bdmorning Image Preview
ছবি: পিআইডি


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমোনের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি।

আজ দুপুর ১২টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপিও উপস্থিত ছিলেন।

আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার বৈঠক করার কথা রয়েছে।

৩ দিনের সফরে সোমবার (৪ ফেব্রুয়ারি) ঢাকায় পৌঁছান জোলি। ওইদিনই তিনি কক্সবাজার যান। সেখান থেকে বুধবার সকালে তিনি ফের ঢাকায় আসেন।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা আর রোহিঙ্গাদের রাখতে পারবো না। মিয়ানমারকে অবশ্যই ফেরত নিতে হবে, তবে তা অবশ্যই নিরাপদ প্রত্যাবাসন হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংকট কাটাতে রাখাইনে যে সেইফ জোনের প্রস্তাব দিয়েছেন সেটাও জোলিকে জানিয়েছি।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, জোলিকে বলেছি রোহিঙ্গা ইস্যুতে আর্ন্তজাতিক সম্প্রদায়েরও দায়িত্ব রয়েছে। রোহিঙ্গা সংকট জিইয়ে থাকলে বিশ্বের স্বার্থ বিঘ্নিত হবে, সবার জন্য অমঙ্গল হবে। সকলের স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা সংকট একটি হুমকি বলেও জানা তিনি।

Bootstrap Image Preview