Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কুড়িগ্রামে এইচএসসি শিক্ষার্থীর পা বাঁধা লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩৯ AM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩৯ AM

bdmorning Image Preview


কুড়িগ্রাম জেলা শহরের পূর্ব কামারপাড়া গ্রাম থেকে  হাবিবুর রহমান নামে এক এইচএসসি শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে বলে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান নিশ্চিত করেছেন।

হাবিবুর রহমান কুড়িগ্রাম শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং চিলমারী উপজেলার ঢুসমারা থানার অধীন গোয়ালের চর গ্রামের আবুল হোসেনের ছেলে 

কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জামিউল ইসলাম জানান, হাবিবুরকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তিনি আরো বলেন, তার পা বাঁধা ছিল এবং পেটে ধারালো অস্ত্রের আঘাতও রয়েছে। তার পকেট থেকে দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোনের কল লিস্ট ধরে প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

হাবিবুরের চাচাতো ভাই সানোয়ারের বরাত দিয়ে পুলিশ জানায়, ‘আমরা জানতে পেরেছি হাবিবুর স্থানীয় আদালতে মহুরির কাজ করতো এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণিতে পড়তো। সে পৌর এলাকার কামার পাড়ার সুরুজ্জামান নামে এক ব্যক্তির বাড়িতে থাকতো। তাকে কে বা কারা হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’

কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান সাংবাদিকদের বলেন, এ হত্যাকাণ্ডের পেছনে কে বা কারা রয়েছে তা তদন্তে পুলিশ কাজ শুরু করেছে। আশা করছি খুব শিগগিরই হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা যাবে।

Bootstrap Image Preview