Bootstrap Image Preview
ঢাকা, ২৫ রবিবার, মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে ইন্দোনেশিয়া: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪৪ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪৪ PM

bdmorning Image Preview


ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো দেসতারি প্রিয়েনসারি মার্সুদি বলেছেন, আঞ্চলিক ও বহুপাক্ষিক কাঠামোর আওতায় রোহিঙ্গা সমস্যা সমাধানে আরো কার্যকর ভূমিকা রাখবো আমরা।

তিনি আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সাথে জাতীয় সংসদ ভবনে সাক্ষাৎকালে এ কথা বলেন।  

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রিফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট বিষয়ে আলোচনা এ মাসেই শুরু হচ্ছে জেনে উভয় মন্ত্রীই সন্তোষ প্রকাশ করেন। তাঁরা আশা প্রকাশ করেন যে, খুব শীঘ্রই চুক্তিটি চূড়ান্ত করা সম্ভব হবে।

এছাড়া ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বঙ্গবন্ধু স্যাটেলাইটে ক্যারিয়ার মনিটরিং সিস্টেম স্থাপনের জন্য ইন্দোনেশিয়ার সরকারের অনুমোদন ত্বরান্বিত করার জন্য ইন্দেনেশিয়ার মন্ত্রীকে অনুরোধ করেন ড. এ. কে. আব্দুল মোমেন।

এ মনিটরিং সিস্টেম কার্যকর হলে এ অঞ্চলের বিভিন্ন দেশের জনগণ স্যাটেলাইট কেন্দ্রিক নানা ধরনের সুবিধা পাবে।

Bootstrap Image Preview