Bootstrap Image Preview
ঢাকা, ০৩ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চলছে বুড়িগঙ্গার তীর উদ্ধার অভিযান, ভাঙা হচ্ছে অবৈধ স্থাপনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২৬ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২৬ PM

bdmorning Image Preview


কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গার তীরে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিওটিএ)।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কামরাঙ্গীরচরের নবাবচর এলাকায় এ অভিযান চালানো হয়।

বিআইডব্লিটওএ- এর যুগ্ম পরিচালক মো. আরিফুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান চলবে।

তিনি বলেন, সকাল থেকে পাঁচটি পাকা একতলা ভবন এবং সাতটি টিনেশেড ঘর ভাঙা হয়েছে। ঢাকা নদী বন্দরের আওতাধীন এলাকায় ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে।

এর আগে ২৯ জানুয়ারি থেকে তিনদিন অভিযান চালিয়ে ৪৪৪টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে কয়েকটি বহুতল ভবনও রয়েছে।

জানা গেছে, ঢাকা সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত নদীর দুই তীরে ৬০৯টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে এবং পর্যায়ক্রমে সবই ভাঙা হবে।

Bootstrap Image Preview