Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুল আলমের দাফন সম্পন্ন

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ১১:২২ AM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ১১:২২ AM

bdmorning Image Preview


নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরপার্বতী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম চাষীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় চরপার্বতী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পাঠানতোলা এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এসময়  উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি খিজির হায়াত খাঁন। এসময় এই বীরের লাশকে জাতীয় পতাকা দিয়ে মুড়িয়ে লাশের ওপর পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর সেলুটসহ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। 

উল্লেখ্য, তিনি দীর্ঘদিন গুরুতর অসুস্থতায় ভুগছিলেন। গত রবিবার রাত ১০ টায় বসুরহাট সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Bootstrap Image Preview