Bootstrap Image Preview
ঢাকা, ০২ বুধবার, জুলাই ২০২৫ | ১৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আশুলিয়ায় প্রায় ৫ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০২ AM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০২ AM

bdmorning Image Preview


আশুলিয়ায় বাসাবাড়িতে অবৈধভাবে সংযোগ দেয়া প্রায় ৫ হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চলে।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একাজে তিতাসের প্রায় ৯০ জন শ্রমিক অংশগ্রহণ করে।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, প্রায় এক বছর আগে আশুলিয়ার এসব এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় নরসিংহপুর এলাকার প্রভাবশালীরা। তারা অবিলম্বে অবৈধ গ্যাস সংযোগকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ ব্যাপারে তিতাসের প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, সাভার ও আশুলিয়ার সব অবৈধ গ্যাসলাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। নিয়মিত এ অভিযান মাসজুড়ে চলবে এবং যারা সংযোগ দিয়েছে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।

Bootstrap Image Preview