Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কলার খোসায় যৌনকর্মীদের উদ্দেশে ব্রিটিশ রাজবধূর চিঠি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১৬ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সমাজের পিছিয়ে পড়া অংশের উন্নতির জন্য বিভিন্ন চ্যারিটি অনুষ্ঠানে ব্রিটেনের রাজ পরিবারের সদস্যদের উপস্থিতি নতুন কিছু নয়। প্রয়াত প্রিন্সেস ডায়নাকে এ রকম কাজে প্রায়ই নিয়োজিত থাকতে দেখা যেত। সেই পথে হেঁটেই ব্রিস্টলের এক চ্যারিটি সংস্থার অনুষ্ঠানে উপস্থিত হয়ে যৌনকর্মীদের নিজের পায়ে দাঁড়াতে উদ্বুদ্ধ করার বার্তা দিলেন প্রিন্স হ্যারি ও মেগান মের্কেল।

‘ওয়ান ২৫’-নামে এক চ্যারিটেবল সংস্থার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মেগান মের্কেল। এই সংস্থা সম্মানজনক উপায়ে মহিলাদের স্বনির্ভরতার জন্য ব্রিস্টল এলাকায় কাজ করে থাকে। মূলত রাস্তার যৌনকর্মী ও মাদকাসক্তদের জীবনের মূলস্রোতে ফেরানোর লক্ষ্যে কাজ করে থাকে তারা।

সেই অনুষ্ঠানে মেগান যেভাবে বার্তা দিলেন তা নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা। কলার খোসার উপর নিজের বার্তা লিখেছেন মেগান। যৌনকর্মীদের মনোবল বাড়ানোর উদ্দেশেই লেখা হয়েছে ওই বার্তা। কলার উপর লেখা হয়েছে, ‘তুমিও শক্তিশালী’, ‘তুমিও সাহসী’, ‘তুমিও ভালবাসার যোগ্য’-এর মতো বার্তা।

মেগানের বার্তা সম্বলিত ওই কলা ও অন্যান্য কিছু জিনিস যৌনকর্মীদের হাতে তুলে দেবেন চ্যারিটি সংস্থার কর্মীরা। এই বার্তা নিয়ে মেগান বলেছেন, ‘‘নারীদের স্বনির্ভরতার লক্ষ্যে এগিয়ে দিতে ও সংস্থার উদ্যোগকে সফল করতে এই বার্তা দিয়েছেন তিনি।’’

 

Bootstrap Image Preview