Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পা হারানো রাবির সেই শিক্ষার্থীকে দেখতে গেলেন প্রক্টর

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ১১:২৮ AM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ১১:২৮ AM

bdmorning Image Preview


পা হারানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সামির কৃত্রিম পা সংযোজন করতে পারছে না এমন সংবাদ শুনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লৎফর রহমান ওই শিক্ষার্থীকে দেখতে যান।

শনিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই শিক্ষার্থীকে তার মেসে দেখতে যান। 

প্রক্টর দেখতে গেলে ওই শিক্ষার্থী তারা পারিবারিক অবস্থা ব্যক্ত করেন। যাতায়ত করতে কষ্ট হওয়ার কথা শুনে প্রক্টর বিশ্ববিদ্যালয়ে যাতায়তের জন্য একটি স্কুটি কিনে দেওয়ার জন্য আশ্বাস দেন এবং তার আবাসিকতার জন্য বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষের সাথে কথা বলে ব্যবস্থা করে দিবেন বলেও আশ্বস্ত করেন এবং তাকে নগদ ২ হাজার টাকা আর্থিক সহয়তা প্রদান করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লৎফর রহমান বলেন, আমি বিষয়টি সংবাদ মাধ্যমে জানতে পারি। জানতে পেরে সামিরের আর্থিক সহায়তার জন্য এগিয়ে আসি এবং তার সাথে অন্যান্য ব্যাংক প্রতিষ্ঠানের সাথে কথা বলি এ বিষয়টি নিয়ে। তরাও সামিরকে সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, সামির সপ্তম শ্রেণিতে পড়ার সময় পারিবারিক অবস্থা ভালো না হওয়ায় অন্যের জমিতে কাজ করতে যেয়ে ট্রাক্টরের চাকার নিচে পড়ে পা হারান। পরে কৃত্রিম পা সংযোজন করে চলাচল করলেও তার কৃত্রিম পা টিও নষ্ট হয়ে যায়। পরে সাংবাদিকদের জানালে সাংবাদিকরা নিউজ করলে বিষয়টি সবার দৃষ্টিগোচর হয়।  

Bootstrap Image Preview