Bootstrap Image Preview
ঢাকা, ২৫ রবিবার, মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রবিবার সংসদের মুলতবি বৈঠক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৮ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৮ PM

bdmorning Image Preview


টানা তিন দিন বিরতির পর সংসদের মুলতবি বৈঠক বসছে আগামীকাল রবিবার (৩ ফেব্রুয়ারি)। বিকেল সাড়ে ৪টায় সংসদের বৈঠক শুরু হবে।

এর আগে গত বুধবার একাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়। ওইদিন সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন ও আলোচনা অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেন। এরপর সংসদের বৈঠক মুলতবি করা হয়।

এছাড়া প্রথম দিনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন হয় ওইদিন।

রবিবারের বৈঠকে থাকছে প্রশ্নোত্তর পর্ব, জরুরি জনগুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণীয় নোটিশ, পয়েন্ট অব অর্ডার ছাড়াও কার্যউপদেষ্টা কমিটি, সংসদ কমিটিসহ বেশ কয়েকটি কমিটি গঠন করা হবে। কার্যউপদেষ্টা কমিটি গঠিত না হওয়ায় একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কতদিন চলবে তা নির্ধারণ করা হয়নি।

Bootstrap Image Preview