একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনীতিবিদদের সৌজন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রে যোগ দিয়েছেন বিভিন্ন দলের নেতারা। সেখানে বাঙালির ঐতিহ্যবাহী খাবারে রাজনৈতিক নেতাদের আপ্যায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আমন্ত্রিত অতিথিদের জন্য খাবারের তালিকায় ছিল ঐতিহ্যের নানা খাবার।
জানা গেছে খাবারের তালিকায় স্থান পায় বিভিন্ন মৌসুমী ফল, ফলের জুস, চা-কফি ইত্যাদি। আবহমান বাংলার বিভিন্ন ঐতিহ্য দিয়ে খবার টেবিল সাজানোর পাশাপাশি বাজানো হয় দেশের গান। অতিথিদের ফুচকা, চটপটি, পাঠিসাপটা পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, জিলাপি, কাবাব-রুটি দিয়ে আপ্যায়ন করা হয়।
এর আগে বিকেল সাড়ে তিনটার পর গণভবনে এই চা চক্র শুরু হয়। তবে সংলাপে অংশ নিলেও এবার চা-চক্রে অংশ নেননি জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
জানা গেছে, জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ ও দলটির কো-চেয়ারম্যান গোলাম মুহম্মদ কাদের চা-চক্রে অংশ নিতে গণভবনে এসেছেন।
যুক্তফ্রন্ট ও বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যোগ দেন চা-চক্রে। এ ছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শীর্ষ নেতারাও চা-চক্রে আছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঐক্যফ্রন্টসহ দেশের প্রায় সব রাজনৈতিক দলের সংলাপ হয়। এর ধারাবাহিকতায় চা-চক্রে অংশ নেওয়ার জন্য দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়।