Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জীবনের কথায় গাইলেন মাহতিম শাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫৫ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫৫ PM

bdmorning Image Preview


বর্তমান সময়ের আলোচিত সংগীতশিল্পী মাহতিম শাকিব। খুব অল্প সময়েই গানের ভুবনে পরিচিতি পেয়েছেন তিনি। এবার রবিউল ইসলাম জীবনের কথায় ‘যদি’ শিরোনামের গানে কন্ঠ দিয়েছেন মাহতিম। সুর করেছেন নাজির মাহমুদ এবং সংগীতায়োজনে ছিলেন মুশফিক লিটু।

গেলো শুক্রবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গানটির রেকর্ডিং হয়েছে। আসছে ভালোবাসা দিবসে ডিজিটাল সল্যুশানের ইউটিউব চ্যানেল ‘রসগোল্লা’য় ভিডিও আকারে গানটি প্রকাশ করা হবে। এতে স্টুডিও পার্টে অংশ নিবেন মাহতিম শাকিব। সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় মাহতিমের সঙ্গে থাকবেন দু’জন জনপ্রিয় মডেল।

গানটি প্রসঙ্গে রবিউল ইসলাম জীবন বলেন, ‘মাহতিম শাকিবের কণ্ঠটি এরইমধ্যে সবার কাছে পরিচিতি পেয়েছে। ভারী মিষ্টি গলা তাঁর। এই গানটি ভালোবাসার। কথা এবং সুরের মধ্যে ঢুকে গেয়েছে সে। আমার বিশ্বাস ভালোবাসা দিবসে সংগীতপ্রেমীদের পছন্দের তালিকায় থাকবে গানটি। নাজির ভাই এবং মুশফিক ভাইকে ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে কাজটি করার জন্য।’

অন্যদিকে মাহতিম শাকিব বলেন, ‘জীবন ভাইয়ের কথায় এটা আমার প্রথম গান। আমার কণ্ঠ মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছে। গাইতে গিয়ে খুব ভালো লেগেছে। সব মিলিয়ে দুর্দান্ত একটি কাজ হয়েছে। আশা করি সবার মনে ধরবে।’

Bootstrap Image Preview